বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

দুধের দাম বাড়তি

 দুধের দাম বাড়তি হাটে

দুধ টানি তাই ভেড়ার বাটে।

উড়ালি ঈগলের  উচ্চতা দেখে

তোতারাও মেলে রঙিন  ডানা

বাঘের সাথে টক্করে যায় 

মাদি বিড়ালের কুইরা ছানা।

মাথা যখন থাকে সচল

নবচিন্তায় হয় সৃজন কল

অচল মাথা  নিশ্চলা অনুর্বর 

মুখস্ত  কেতাবে  নিলজ্জ ফাফর।
                                                                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...