সোমবার, ১০ অক্টোবর, ২০২২

★★★চায়ের কাপ★★★

 ★★★চায়ের কাপ★★★

ঘুঘুর করুণ  রোধন জড়ানো ঘুম ভাঙ্গা প্রাতে 
দূর করতে তন্দ্রাঘোরের ঝিমানো আলস্য ক্লান্তি 
ফাঁপ ওঠা এক কাপ চায়ে নিত্য অভ্যাসে
সবার মত আমিও চুমুক দিই ভালোবেসে।

নিত্যদিনের মত আজও চায়ের কাপ আসে 
লক্ষ টাকার  দামী হাতিল টেবিলের উপর
কাশ্মিরী  নকশাকরা  জমকালো  ক্লথে এসে
ইরানি সিরামিকের  কাপটা জৌলুশহীন বসে।

মন বেজায় ভারী লক্ষ্য করি নেই হরোজের প্রাণ 
 চোখ মেলে চাই গোল্ডেন ফ্রেমের গ্লাসে  এবং 
জিজ্ঞাসি কাপ তোর কি হলো? শরীর অসুস্থ?
না ঠিক আছি। তবে---।

 ঠিক নাই আমার খাবার উৎপাদক শ্রমিক ভাই
যারা নিজে অপুষ্টিতে ভোগে আমারে পরিপুষ্টি করে ফরাস পাতা আপনার মত বুড়িওয়ালাদের  
টেবিলে পাঠায় আর বুভুক্ষায় দিন কাটায়।

রাগ হয়! বেজায় রাগ! তিন পয়সার কেনা কাপ
নাকি বলে বুড়িওয়ালা! নষ্ট হয় চা খাওয়ার মোডটা
ধরি রাগে ক্রোধে শরীর করে টগবগ ঝিমঝিম 
ভেঙ্গে ফেলিব তোকে। টুটি ধরি চেপে।

 অবাক  বিস্ময়ে চোখ ওঠে কপালে অগ্নিমূর্তিতেও
 আজ ডরাই না কাপ হয় না যা কোন কালে
 বরং যৌক্তিক তর্কে আমারই চোখ খোলে।

স্যার। বলেন একশ চল্লিশ টাকা মজুরিতে 
কি করে একটা জীবন আর পরিবার চলে
বাচ্চাকাচ্চার পড়াশোনাই বা কি করে হয়।

বলি বিপ্লবী কবি সুকান্তের ভাষায় 
" পদ্য তোমায় আজ দিলাম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় 
পূর্ণিমার চাঁদ যেন জ্বলসানো রুটি"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...