রবিবার, ২ অক্টোবর, ২০২২

★★গহীন★★

 ★★গহীন★★

উপর দিয়ে দেখতে সুন্দর 

ভিতরে কিরা আলতো নরম

তুমি হলে সেই বুড়া গাছের

নিরৌদ্রে বিষ ছায়ার পেয়ারা।

দপদপে হলুদাভ টান টান কচকচে চামড়া

পশমের গোড়ায় গোড়ায় স্বার্থের বদঘাম

বারমুডা ট্রাইঙ্গেলের  ঘূর্ণন পাক  আঁখিকোণ 

প্রশান্তের গহীন আঁধার অন্ত করণ চেহারা।

মারিয়ানা ট্রেঞ্চের অতলান্তে গহীন ঘর

ঈশান কোণের  কালবৈশাখী দোসর 

কঠিন শিলায় শানবাঁধানো হিয়া ঘাট

স্বার্থের মেঘে অনন্ত চাওয়ার বারিধর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...