মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

★★★বেখেয়ালি ★★★

 ★★★বেখেয়ালি ★★★


গায়ের চাম মলিন হলো 

ভাবলে না একদিন 

একটা চুল ঝড়ল বলে

কান্না করছ প্রতিদিন। 

চোখটা তোমার কাটা গেল 

নেই একটু টেনশন 

অন্ধ চোখে রঙিন চশমার

 করলে কত ফ্যাশন। 

চামের উপর ঢেউ ওঠে  

সে দিকে নেই খেয়াল

জলের উপর ঢেউ তুলিলে 

মারতে চাও  শৈল বোয়াল।

পাটা বলে খিলেরে  হাটলে

 বুক মারিয়ে করে অপমান 

খিল বলে খেয়াল করিনা

ছিলনা আমার হুশ জ্ঞান।

খিলে পাটা ঘষাঘষি 

মরিচ হলো পিষ্ট 

ক্ষমতার চেয়ারে পাছা 

বুঝে না গরীবের কষ্ট। 

পাওটা তোমার কেটে গেল 

রেল গাড়ির তলে পড়ে

রক্ত মোছে সহাস্যে বল 

ব্যথা পেয়েছ?

 ক্ষমা করো আমারে।

ভাঙ্গা পথে পথ হারিয়ে 

রিক্সা লাগলে গতরে

শোধ তুলে নাও  তড়িৎ 

লাথি থাপ্পর চড় মেরে।

চকলেট খেয়ে দাঁতে পোকা

খোকার উপর রাগ দেখাও

দেশটাকে ভক্ষণ করে তোমরা যে

বেগম পাড়ায় বাড়ি বানাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...