মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

★★★বাইশে শ্রাবণ★★★

 ★★★বাইশে শ্রাবণ★★★


ভাবের খেয়া পালে জীবন ভর ভাবতরী বাইলে

 বিশ্বসাহিত্যে  নব জাগরণে হানিলে নব প্লাবন

 ধরণীকে বিদায় জানালে মহাপ্রয়াণে

 অনন্ত যাত্রপথে উড়ন্ত মহারথে 

লোকালে নিকায়ায়  বাইশে শ্রাবণ 

 হয়ে মহাকালের নির্নিমেষ  সারথি। 

 ইলশেগুঁড়ি বৃষ্টিভেজা কদম্ব ফুলে ফুলে 

 কেয়া বনে হেলেঞ্চার দামে কুড়া ডাহুকের হাঁকে

প্রকৃতির অপার রূপ পাথারে করলে মরণ বন্দনা

"মরণরে তুম  শ্যামসম " 

প্রিয় শ্রাবণেই শ্যামকে  জানালে স্বাগত

বর্ষাকে দিলে মানসপটে  রাণীর আসন

মাধবীলতায় কেয়ার সফেদ দলে দলে  

চিরনিদ্রায় ঘুমালে অশ্রুসিক্ত  বর্ষাকালে 

বঙ্গমাকে দিলে  ব্যথাতুর শোক বসন

শ্রাবণে শ্যামসম মরণকে করে বরণ।

কুর্ণিশ করি বিশ্বকবি মানবিক কবি  কবিগুরু  

নবজাগরণের স্বভাব কবি পয়মন্ত   ভাব কান্ডারি 

কবি নই আমি তোমার  ভক্ত উত্তরসূরী  ভাবপূজারী

শ্রদ্ধাভরে  মহাপ্রয়াণ  দিবসে মহাত্মাকে নতশিরে স্মরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...