মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

ভালোবাসা

 লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে

😅 একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে ব্লক করে দাও! আমি বেহাইয়ার মতো বার বার তোমার জন্য অপেক্ষা করেছি🙂 বার বারই ঠকেছি! আমি ভীষণ ভাবে ভেঙে পড়ি,, জানো তোমাকে না ভীষণ ভালোবাসে ফেলেছিলাম তুমি ছাড়া আমার লাইফে অন্য কারো কথা ভাবতেই পারতাম না 😅আজ সেই তুমি বুজিয়ে দিলে আমার মূল্য তোমার কাছে কতটুকু 🙂 জোর করে কারো ভালোবাসা আমি কখনো চাইনি। তুমি ব্লক করার আগে বলেছিলাম আমি অসুস্থ শরীর ভালো না কালকে আমার এক্সাম আমার চোখ দিয়ে শুধু অনবরত পানি পড়তেছে আমি এতটা ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম কি করে আমি না অনেক বিশ্বাস করতাম যে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না ভুল প্রমাণিত করে দিলে।
ধন্যবাদ❤️

★★★বাইশে শ্রাবণ★★★

 ★★★বাইশে শ্রাবণ★★★


ভাবের খেয়া পালে জীবন ভর ভাবতরী বাইলে

 বিশ্বসাহিত্যে  নব জাগরণে হানিলে নব প্লাবন

 ধরণীকে বিদায় জানালে মহাপ্রয়াণে

 অনন্ত যাত্রপথে উড়ন্ত মহারথে 

লোকালে নিকায়ায়  বাইশে শ্রাবণ 

 হয়ে মহাকালের নির্নিমেষ  সারথি। 

 ইলশেগুঁড়ি বৃষ্টিভেজা কদম্ব ফুলে ফুলে 

 কেয়া বনে হেলেঞ্চার দামে কুড়া ডাহুকের হাঁকে

প্রকৃতির অপার রূপ পাথারে করলে মরণ বন্দনা

"মরণরে তুম  শ্যামসম " 

প্রিয় শ্রাবণেই শ্যামকে  জানালে স্বাগত

বর্ষাকে দিলে মানসপটে  রাণীর আসন

মাধবীলতায় কেয়ার সফেদ দলে দলে  

চিরনিদ্রায় ঘুমালে অশ্রুসিক্ত  বর্ষাকালে 

বঙ্গমাকে দিলে  ব্যথাতুর শোক বসন

শ্রাবণে শ্যামসম মরণকে করে বরণ।

কুর্ণিশ করি বিশ্বকবি মানবিক কবি  কবিগুরু  

নবজাগরণের স্বভাব কবি পয়মন্ত   ভাব কান্ডারি 

কবি নই আমি তোমার  ভক্ত উত্তরসূরী  ভাবপূজারী

শ্রদ্ধাভরে  মহাপ্রয়াণ  দিবসে মহাত্মাকে নতশিরে স্মরি।

★★★বেখেয়ালি ★★★

 ★★★বেখেয়ালি ★★★


গায়ের চাম মলিন হলো 

ভাবলে না একদিন 

একটা চুল ঝড়ল বলে

কান্না করছ প্রতিদিন। 

চোখটা তোমার কাটা গেল 

নেই একটু টেনশন 

অন্ধ চোখে রঙিন চশমার

 করলে কত ফ্যাশন। 

চামের উপর ঢেউ ওঠে  

সে দিকে নেই খেয়াল

জলের উপর ঢেউ তুলিলে 

মারতে চাও  শৈল বোয়াল।

পাটা বলে খিলেরে  হাটলে

 বুক মারিয়ে করে অপমান 

খিল বলে খেয়াল করিনা

ছিলনা আমার হুশ জ্ঞান।

খিলে পাটা ঘষাঘষি 

মরিচ হলো পিষ্ট 

ক্ষমতার চেয়ারে পাছা 

বুঝে না গরীবের কষ্ট। 

পাওটা তোমার কেটে গেল 

রেল গাড়ির তলে পড়ে

রক্ত মোছে সহাস্যে বল 

ব্যথা পেয়েছ?

 ক্ষমা করো আমারে।

ভাঙ্গা পথে পথ হারিয়ে 

রিক্সা লাগলে গতরে

শোধ তুলে নাও  তড়িৎ 

লাথি থাপ্পর চড় মেরে।

চকলেট খেয়ে দাঁতে পোকা

খোকার উপর রাগ দেখাও

দেশটাকে ভক্ষণ করে তোমরা যে

বেগম পাড়ায় বাড়ি বানাও।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

★★হালচাল ★★

 ★★★হালচাল ★★★

★★★★★★★★★★

সভ্যতা আজ খামচে ধরেছে যন্ত্র হায়েনা

যন্ত্রে ঢুকেছে মানুষ, মানুষে মন্ত্র ঢুকে না।

 সবই এখন ফ্যাশন চমকপ্রদ বিজ্ঞাপন

বাতাসে প্যাকেট ফোলা নেই চিপ পাপন।

চুলছাটে আউল-ফাউল না হিজরা না পোলা

জোয়ানীতে বার্ধক্যের ঢেউ হাতে চুড়ি বালা।

নেশায় নষ্ট যুবসমাজ মোবাইলে গোল্লায় প্রজন্ম

হাম্বি ধাম্বি  ফাফর ফরফর জ্ঞানে মাথা শূন্য। 

কলম ছেড়ে ফেন্সি ধরে ইয়াবারে ডাকে বাবা

টাকার নোট পুড়ে পুড়ে হিরুইন আফিম চাবা।

মন্দের ভালো আছে যারা তারাও মাকাল বাঁশ

জ্ঞান সাধনে ভাসা ভাসা দিন শেষে  হাহুতাশ। 

ভুলেছি হাটা শিখেছি পাও চাটা চলনে ত্রিচাকা

মুখে মুখে সবই আপন প্রয়োজনে সব শূন্য ফাঁকা।

দুর্বলকে চেপে ধরি শক্তকে অনর্থক তোয়াজ 

 জ্ঞানীরা পিছনে বসে ইতর ফাতরা চালায় সমাজ।

 মারা গেছে মনুষ্যত্ব ধর্মের ধর্মত্ব সর্বত্র উগ্রতার রাজ্য

অশিষ্টে সঙ্গী হাজার শিষ্টে আসে  ধিক্কার পরিত্যাজ্য। 

কিশোর যুবা হারিয়ে দিক  নড়বড়ে চন্ডাল উচাটন  

মেজাজ খিটখিটে অস্থির বদচিন্তায় মজে সারাক্ষণ 

তারুণ্যের ভর  যৌবনে কেমন বার্ধক্যের   বলিরেখা

দিন কাটে বড় ভাইয়ে রাতভর সিলোলার দেখা।

কারেন্ট

কবিতা 

কারেন্ট!! কারেন্ট!! ডাক!!পারি!!💡💡

কারেন্ট!! নাই!! আমার!!বাড়ি!! 🏘️🏘️

মশা!!করে!!পারা!!পার!!🦗🦗

রাগের!! বসে!!থাপ্পর!!মারি!!😔😔

মশা!!বলে!!গান!! করি!!😀🎧🎶 

মশার!!কপালে!! জুতার!! বারি!!👞👞

সংগী!!নাই!! একলা!!বাড়ি!!🏡🏡

crush!!আমার!! শশুর!!বাড়ি!!🏣🏣


আমি!!থাকি!!নিজের!! বাড়ি!! 🏘️🏘️

আসো!!সবাই!! মিলে!!মশা!!মারি!!😀😀😀

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

★★★চায়ের কাপ★★★

 ★★★চায়ের কাপ★★★

ঘুঘুর করুণ  রোধন জড়ানো ঘুম ভাঙ্গা প্রাতে 
দূর করতে তন্দ্রাঘোরের ঝিমানো আলস্য ক্লান্তি 
ফাঁপ ওঠা এক কাপ চায়ে নিত্য অভ্যাসে
সবার মত আমিও চুমুক দিই ভালোবেসে।

নিত্যদিনের মত আজও চায়ের কাপ আসে 
লক্ষ টাকার  দামী হাতিল টেবিলের উপর
কাশ্মিরী  নকশাকরা  জমকালো  ক্লথে এসে
ইরানি সিরামিকের  কাপটা জৌলুশহীন বসে।

মন বেজায় ভারী লক্ষ্য করি নেই হরোজের প্রাণ 
 চোখ মেলে চাই গোল্ডেন ফ্রেমের গ্লাসে  এবং 
জিজ্ঞাসি কাপ তোর কি হলো? শরীর অসুস্থ?
না ঠিক আছি। তবে---।

 ঠিক নাই আমার খাবার উৎপাদক শ্রমিক ভাই
যারা নিজে অপুষ্টিতে ভোগে আমারে পরিপুষ্টি করে ফরাস পাতা আপনার মত বুড়িওয়ালাদের  
টেবিলে পাঠায় আর বুভুক্ষায় দিন কাটায়।

রাগ হয়! বেজায় রাগ! তিন পয়সার কেনা কাপ
নাকি বলে বুড়িওয়ালা! নষ্ট হয় চা খাওয়ার মোডটা
ধরি রাগে ক্রোধে শরীর করে টগবগ ঝিমঝিম 
ভেঙ্গে ফেলিব তোকে। টুটি ধরি চেপে।

 অবাক  বিস্ময়ে চোখ ওঠে কপালে অগ্নিমূর্তিতেও
 আজ ডরাই না কাপ হয় না যা কোন কালে
 বরং যৌক্তিক তর্কে আমারই চোখ খোলে।

স্যার। বলেন একশ চল্লিশ টাকা মজুরিতে 
কি করে একটা জীবন আর পরিবার চলে
বাচ্চাকাচ্চার পড়াশোনাই বা কি করে হয়।

বলি বিপ্লবী কবি সুকান্তের ভাষায় 
" পদ্য তোমায় আজ দিলাম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় 
পূর্ণিমার চাঁদ যেন জ্বলসানো রুটি"

সোমবার, ৩ অক্টোবর, ২০২২

★দৈর্ঘ্য★

 ★★★★দৈর্ঘ্য★★★★

আঁধার কাটে আলোর দৈর্ঘ্যে

 ঢেউয়ের  দৈর্ঘ্যে কাটে তট

জ্ঞান দৈর্ঘ্যে কুসংস্কার কাটে

কুপমণ্ডে নষ্ট আত্মচেতন পট।
 

এখন সুতার দৈর্ঘ্যে জ্ঞান মাপে

মেধার দৈর্ঘ্যে  ঘোর অমানিশা 

পণ্ডিতেরা কোণঠাসা ঘরকুনো 

গোত্রজীবের কামুড়ে দেশের দুর্দশা । 

আজব দেশের আজব ধরণ

মাথা নীচে  শূন্যে  হাটে চরণ

মানুষের ঘারে প্রথার জোয়াল 

গরুর হাতে শাসন পাঁচন। 
 
সাইওরের দৈর্ঘ্য  বুইট্টা হাতে

কোনার ব্যাঙ্গে মাপে সেজে কিং

চেয়ে চেয়ে দেখে তিমি হাঙ্গর

লাফাই ব্যাঙ তাকদিনা দিং দিং।

চ্যাপ্টা মাথা ছুবরা থুতি

পড়ে অনুদানে শুভ্র দূতি

 সাগরে করে ব্যাঙ প্যাংগং ব্যাং 

ভাবে জ্ঞানে  নিজে মহামতি।

রবিবার, ২ অক্টোবর, ২০২২

★★গহীন★★

 ★★গহীন★★

উপর দিয়ে দেখতে সুন্দর 

ভিতরে কিরা আলতো নরম

তুমি হলে সেই বুড়া গাছের

নিরৌদ্রে বিষ ছায়ার পেয়ারা।

দপদপে হলুদাভ টান টান কচকচে চামড়া

পশমের গোড়ায় গোড়ায় স্বার্থের বদঘাম

বারমুডা ট্রাইঙ্গেলের  ঘূর্ণন পাক  আঁখিকোণ 

প্রশান্তের গহীন আঁধার অন্ত করণ চেহারা।

মারিয়ানা ট্রেঞ্চের অতলান্তে গহীন ঘর

ঈশান কোণের  কালবৈশাখী দোসর 

কঠিন শিলায় শানবাঁধানো হিয়া ঘাট

স্বার্থের মেঘে অনন্ত চাওয়ার বারিধর।

রোমান্টিক গল্প -০১


স্ত্রী : শুনছো

স্বামী : হ্যাঁ বলো

স্ত্রী : কি করছেন?😍

স্বামী : সূর্যে পানি দিচ্ছি অনেক তাপ তো তাই🙂

স্ত্রী : সব সময় তেরা কথা বলাটা কি খুব জরুরি একটু ভালো করে কথা বললে কি হই 🤬
আমি: অফিস টাইমে কল দিয়ে যদি জিজ্ঞেস করেন কি করছি তাহলে এর চাইতে ভালো উত্তর আর কি দিবো🤨

স্ত্রী : তেরা একটা😠

স্বামী : হুম

স্ত্রী : 😃😃 তার মানে আপনি একটা তেরা
আমি:- 🙄

স্ত্রী : আচ্ছা শুনেন আসার টাইমে আমার আইস ক্রিম আনতে ভুলবেন না কিন্তু🙆‍♀️

আমি: 12 মাস ই আইস ক্রিম খেতে হই?🙄

স্ত্রী : হ্যাঁ🤗

স্ত্রী: এখন আইস ক্রিম খাওয়া যাবে না😠

স্ত্রী: কেনো😠

স্বামী : কেনো মানে বেবির প্রবলেম হবে 🥺

স্ত্রী : শুধু বেবির কথাই ভাবে বেবির আম্মুর কথা একটুও ভাবে না😔

আমি: যদি না ভাবতাম তাহলে বেবি টা আসতো কোথা থেকে?🙂

স্ত্রী : ফাজিল😳

স্বামী : ওকে এখন ফোন রাখলাম।

স্ত্রী : আইস ক্রিম নিয়ে আসবেন কিন্তু😘

স্বামী : দেখা যাক🤒

স্ত্রী : আইস ক্রিম না আনলে কিন্ত বাসায় ঢুকতে দিবো না😏

স্বামী : আমার বাসায় আমাকেই ঢুকতে দিবেন না🤨

স্ত্রী : না দিবো না আর বাসা টাই আমারও অধিকার আছে আপনার একার বাসা না☺

স্বামী : ওকে ফোন রাখলাম।

স্ত্রী : আইস ক্রিম আনতে ভুলবেন না কিন্তু😇
এই একটা প্রবলেম বয়সে 12 মাস তার আইস ক্রিম খেতে হবে। এমন কি যেই টাইমে মেয়েরা চাটনি খাই ওই টাইমে ও তার আইস ক্রিম চাই। যাই হোক অফিস শেষে বাসায় ফেরার পথে পাগলীটার কথা মনে পড়লো কিন্ত আইস ক্রিম তো দেওয়া যাবে না তার চাইতে ভালো চাটনি নিয়ে যাই যেই কথা সেই কাজ,, চাটনি কিনে বাসায় এসে কলিং বেল ও দিতে হলো না কারণ পাগলিটা আমার জন্যে দরজার সামনে দাড়িয়ে অপেক্ষা করছে,, আমাকে দেখে ঠোঁটের এক কোনে হাসিটা একটু ধরে আছে থেকেই বুঝতে পারছি কিন্ত যখনই দেখলো হাতে আইস ক্রিম এর বদলে চাটনি মায়াবী মুখ টা ক্ষণিকের ভিতরে কালো হয়ে গেলো ,,আর মন খারাপ করে রুমে চলে গেল ,,আমিও আর কিছু বললাম না সোজা ফ্রেশ হয়ে খেতে আসলাম আসে দেখি পাগলী টা নেই আম্মু খাবার বেড়ে দিচ্ছে এইটা দেখে আমারও মন টা খারাপ হয়ে গেলো,, কেননা বিয়ের প্রথম রাত থেকেই শর্ত ছিল আমাকে প্রতিদিন রাতে খাইয়ে দিতে হবে এত দিন শর্ত ঠিক ই ছিল,, আজ প্রথম এমন টা হলো ,,যাই হক পেটে খিদে থাকা সত্বেও আম্মু কে বললাম

স্বামী : আম্মু আমি বাহিরে থেকে খেয়ে এসেছি।

আম্মু: অল্প কইটা খেয়ে নে বাবা।

আমি: না আম্মু এমনিতেই পেট ভরা,, শুধু একটু পানি দেও।।

পানি খেয়ে রুমে চলে আসলাম ,,এসে দেখি উনি খাটের এক কোনায় বসে আছে আমি কিছু না বলে চুপ চাপ আমার সাইডে শুয়ে পরলাম

স্ত্রী : আমার কথা কেউ ভাবে না,, সবাই স্বার্থ পর,, বিয়ের আগে কত কি ,,রাজ রানী করে রাখবে,, কোনো অভিযোগ করার সুযোগ দেবে না,, কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবে না।
কোথায় এখন এই সব কথা
আমি শুনেও না শুনার ভাব ধরে আছি। কে যাবে তার মতো পাগলের সাথে ঝগড়া করতে🤒

স্ত্রী : কিপটা মানুষ দেখছি আমার বরের মত কিপটা দেখিনি🥺

স্বামী: সব সময় তো কিনে দেই এই টাইমে না খেলে কি এমন টা হবে শুনি,, মরে যাবে কি 🤬

স্ত্রী : বেবি হাওয়ার টাইমে অনেকেই মারা যাই আমিও যদি মারা যাই ,,খুব বেশি কিছু কি চাইছি,, আইস ক্রিম ই তো 🥺
আর রাগ সামলাতে না পেরে মানিব্যাগ টা এনে তার হাতে ধরিয়ে দিয়ে

স্বামী: যত পারো আইস ক্রিম খাও কিচ্ছু বলবো না বেবির কিছু হোক পরে বুঝাবো🥺

স্ত্রী : কাকে বুঝাবেন থাকলে তো ধরে নেন মরেই গেলাম🙂💔
আর না পেরে অবশেষে দিলাম গালে একটা বসিয়ে 🤬
অনেক ক্ষন ধরে শুনতেছি ,,এত মরার শখ কেনো হম ,,চুপ চাপ ঘুমাও আর একটা কথা বললে খবর আছে🤨🤬
আর কিছু না বলে আমি শুয়ে পড়লাম। ঘাড় ঘুড়িয়ে দেখলাম কি করে ,,সে তো কান্না করছেই তার কান্না কে থামাই আমিও আর কি করবো একটু পান থেকে চুন খসলেই মরে যাবো মরে যাবো শুরু করে ,,আমি আর কিছু না বলে ঘুমিয়ে পরলাম হটাৎ পাগলির কান্নার শব্দে ঘুম ভেঙে গেলো। কিন্ত এই কান্না টা একটু আলাদা তাকিয়ে দেখি সে মেঝেতে পরে আছে।💔 তারাতারি করে তার কাছে গিয়ে
আমি: কি হইছে তোমার এই কথা বলো প্লিজ 🥺
বউ: ....
স্বামী : এই সরি আর এমন করবো না প্লিজ কথা বলো 🥺🥺
বউ: ...
অবশেষে রাস্তা না পেয়ে আম্মু কে ডাক দিলাম
আম্মু আসে
আম্মু: তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে গাড়ির ব্যবস্থা কর
আমি: হুম আম্মু
হসপিটালে নেওয়ার পর ডক্টর অনেক দেখে শুনে আমাকে জিজ্ঞেস করছেন
ডক্টর: আপনি তার কি হন?
আমি: আমি তার হাসব্যান্ড
ডক্টর: ওহ আপনি একটু আসুন
আমি: হুম
ডক্টর: দেখেন আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ দুই জন থেকে যে কোনো এক জন কে বাঁচাতে পারবেন হইতো মা নইতো বাচ্চা
আমি: ডক্টর আমি দুই জন কেই চাই,, যত টাকা লাগে আমি দেবো
ডক্টর: দেখেন এই খানে টাকার কোনো প্রশ্ন নই ,,যদি দুই জন কেই বাঁচাতে যাই তাহলে দুই জনের প্রাণের ঝুঁকি আছে,,দুই জন ই মারা যেতে পারে ,,তবুও আমরা চেষ্টা করব দুই জন কেই বাঁচাতে,,এখন বাকিটা আল্লাহ তাআলার হাতে,,
আমি: ডক্টর আমি কি একটু তার সাথে কথা বলতে পারি 🥺
ডক্টর: সে এখন কথা বলার অবস্তাই নেই তবু শেষ বারের মতো ভেবে দেখে নেন ।
ডক্টরের কথা শুনে আমার মাথায় কিছুই কাজ করছে না। 😭
পাগলীটার সামনে যেতেই হাতের ইশারাই আমাকে ডাক দিলো
স্ত্রী : কান্না করছো কেনো
আমি: ...😭
স্ত্রী তুমি তো সব সময় বাবা হবে বাবা হবে বলতে ,,আজ তাহলে কান্না করছো কেনো
আমি: ডক্টর বলেছেন,, যে কোনো এক জন কেই বাঁচাতে পারবেন
স্ত্রী : তুমি বলো আমার বেবি টাকে বাঁচাতে তোমার তো খুব ইচ্ছে বাবা ডাক শুনার,,
আর আমি তো আপনাকে সব সময় জ্বালাই,, আর আমার জন্যে আইস ক্রিম আনতে হবে না,, আর কেউ কল করে বিরক্ত করবে না ,,কেউ আপনার সাথে ঝগড়া করবে না
আমি: 🤬😭
স্ত্রী একটা কথা দিবেন
আমি: হুম বলো
স্ত্রী আমার বেবি কে কখনো কষ্ট দিবেন না
স্বামী: না দিবো না🥺❤
স্ত্রী : আরেকটা কথা দিবেন
স্বামী :হুম বলো
স্ত্রী :আমি মারা যাওয়ার পর আপনি আর বিয়ে করবেন না আমার বেবি টার তাহলে খুব কষ্ট হবে
স্বামী: পাগলী তোমার কিচ্ছু হবে না দেখবে আমরা আবার বাসায় ফিরে যাবো 😭
আর কিছু বলতে পারলাম না কান্না করতে করতে চলে আসলাম,
ডক্টর আবার ডেকে পাঠালেন
ডক্টর:তাহলে অপারেশন শুরু করি
স্বামী :আমি আমার স্ত্রী কে চাই ডক্টর🥺😭
ডক্টর: আল্লাহ কে ডাকুন ওনার হাতেই সব আমরা দুইজন কেই বাঁচাতে চেষ্টা করবো
স্বামী: হুম❤
ডক্টর: ওকে আমরা তাহলে এক্ষুনি অপরেশন শুরু করছি
আমি আর হসপিটালে থাকতে পারলাম না। চলে গেলাম মসজিদে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলাম দুই জন কেই 😭❤
ঘন্টা দু - এক ঘন্টা পর ফোন টা বেজে উটলো আমিও চমকে গেলাম, না জানি কিনা কি খবর আসলো
আম্মু: কোথাই তুই
আমি: এইতো আম্মু মসজিদে
আম্মু: হসপিটালে আয়
আমি: কি হইসে আম্মু
আম্মু: আই তুই
আমি: আচ্ছা আম্মু আসতেসি
ফোন রেখে চললাম হসপিটালের দিকে
যত এগোচ্ছি ততো ভয় বাড়ছে অবশেষে হসপিটালে আসলাম ,,আসে দেখি আম্মুর কোলে বেবি,, তাহলে কি আমার পাগলী নেই😭😭
এইটা ভেবে আর দাড়িয়ে থাকতে পারলাম না স্তব্ধ হয়ে বসে পরলাম,, ভাবতে পারছি না আর,,
আম্মু: বাবা ছেলে হয়েছে কুলে নে দেখ ঠিক তুর মত হয়েছে
আমি: ......😭😭❤
আম্মু: কিরে বাবা
আমি: আম্মু তার কি অবস্থা?
আম্মু কিছু বললো না😭🥺
বাচ্চা টা কোলে নিয়ে পাগলীটার সামনে গেলাম ,,পাগলী টা আমাকে দেখে অভিমান করে বললো সরি আবারো আপনার লাইফে চলে আসলাম মরতে পারলাম না। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম 😭😭
স্ত্রী এইটা কি কান্না করার সময়
স্ত্রী আম্মু দেখছে তো
আমি: হুম😭😭
স্বামী: আজ তুমি যা চাইবে মন খুলে চাও। আজ যা চাইবে তাই তাই দেবো
স্ত্রী : প্রমিস
স্বমী: প্রমিস
স্ত্রী : আইস ক্রিম🤤
বড়ো বড়ো চোখ করে তাকালাম 🙄
স্ত্রী জানতাম দিবেন না মিথ্যুক😐
আরো এরকম গল্প পড়তে চাইলে সাথে থাকুন🥰🥰
....সমাপ্ত...!
কেমন লাগলো জানাবেন,,, ধন্যবাদ... 🥀

ভালোবাসা

  লাইফে ভুল সবারই হয় আমার মত ভুল যেন কেউ না করে কাউকে অতিরিক্ত ভালোবাসা ভুল যেন আমার শত্রু ও না করে একটা মেয়ে কতটা কষ্ট পেলে বলে তুমি আমাকে...